কাটমানির বদলা ব্ল্যাক মানি, মোদীর কুশপুতুল জ্বালিয়ে মিছিল তৃণমূলের।
নজরবন্দি ব্যুরোঃ কাটমানির কথা বলে নিজের প্যাঁচে নিজেই জড়িয়ে পড়েছে তৃণমূল, জেলায় জেলায় চলছে বিক্ষোভ। পরিস্থিতি এমন যায়গায় পৌঁছেছে যে তৃণমূল নেতাদের মুচলেখা দিয়ে টাকা ফেরত দিতে হচ্ছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে বেশ কিছু যায়গায় কাটমানি ফেরাতে বাধ্য হয়েছে তৃণমূলের নেতারা। বিরোধীরাও চেপে ধরেছে হাতে গরম ইস্যু পেয়ে।
সেই কাটমানির ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দিয়েছেন ব্ল্যাক মানি ফেরানোর আন্দোলন শুরু করার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শুনে এদিন রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কর্মীরা 'বিজেপি কালো টাকা ফিরিয়ে দাও', এই স্লোগান দিয়ে মিছিল করে। জেলার পাশাপাশি মিছিল হয় কলকাতা শহরেও। কলকাতার বেলেঘাটা অঞ্চলে এদিন বিশাল মিছিল বার করেন তৃণমূল কর্মীরা, পাশাপাশি মিছিল হয় দক্ষিন কলকাতাতেও। জেলার মধ্যে শালবনিতে বিশাল মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা।
বেলেঘাটায় মিছিল শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশ পুতুল দাহ করা হয়। বেলেঘাটায় কাউন্সিলর অলকানন্দ দাস বলেন, "এই নির্বাচনে বিজেপি বহু টাকা খরচ করেছে। তার হিসেব দিতে হবে। তদন্ত করতে হবে এত টাকা পেল কোথায়!"
সেই কাটমানির ড্যামেজ কন্ট্রোল করতে মুখ্যমন্ত্রী তথা তৃনমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে ডাক দিয়েছেন ব্ল্যাক মানি ফেরানোর আন্দোলন শুরু করার।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক শুনে এদিন রাজ্য জুড়ে ব্লকে ব্লকে তৃণমূল কর্মীরা 'বিজেপি কালো টাকা ফিরিয়ে দাও', এই স্লোগান দিয়ে মিছিল করে। জেলার পাশাপাশি মিছিল হয় কলকাতা শহরেও। কলকাতার বেলেঘাটা অঞ্চলে এদিন বিশাল মিছিল বার করেন তৃণমূল কর্মীরা, পাশাপাশি মিছিল হয় দক্ষিন কলকাতাতেও। জেলার মধ্যে শালবনিতে বিশাল মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা।

No comments