Header Ads

শিক্ষক নিয়োগ নিয়ে বিতর্কের মাঝে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর!

নজরবন্দি ব্যুরো: রাজ্যে নিয়োগ নিয়ে বহু অভিযোগ আছে। নিয়োগ নিয়ে রাজ্য সরকারের অনীহার কথা বার বার প্রকাশ্যে চলে এসেছে। নিয়োগের দাবিতে আন্দোলনে নামতে দেখা গিয়েছে পরীক্ষার্থীদের।
এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে বড় রকমের ধাক্কা খেয়েছে তৃণমূল কংগ্রেস। বঙ্গে শক্তি বাড়িয়েছে বিজেপি।
হারের কারণ খুঁজতে গিয়ে উঠে আসে নিয়োগ নিয়ে সরকারের মনোভাবের প্রসঙ্গ। যদিও এর পরেই নিয়োগ নিয়ে কিছুটা আন্তরিক হয় রাজ্য সরকার। আর আজ এই নিয়োগ নিয়ে বড় খবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শীঘ্রই রাজ্য সরকার ৩৩ হাজার ৬৮৭ শূন্যপদে নিয়োগ করতে চলেছে। বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এর পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীকে শক্তিশালী করতে অরও সাহায্য করবে রাজ্য সরকার। প্রতি গোষ্ঠীকে বছরে ৫ হাজার টাকা সাহায্য দেওয়া হবে। গোষ্ঠীগুলিকে ৩০ শতাংশ ভর্তুকি দেবে সরকার। বিধানসভায় বিবৃতি দিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শূন্যপদ পূরণ করতে গেলে রাজ্য সরকারের উপর বাড়তি ৫০০ কোটি টাকা খরচ বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.