Header Ads

মাদ্রাসার আড়ালে জঙ্গি কার্যকলাপ চলে! মোদী সরকারের এই বিবৃতি ঘিরে উত্তাল বিধানসভা।

নজরবন্দি ব্যুরো: এই রাজ্যের বেশ কিছু মাদ্রাসার আড়ালে জঙ্গি কার্যকলাপ চলে বলে মোদী সরকারের বিবৃতির প্রসঙ্গ তুলে বিধানসভায় একযোগে বিরোধিতায় নামল তৃণমূল-কংগ্রেস-বামফ্রন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাদ্রাসা নিয়ে মন্তব্যের জেরে তীব্র বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা। সাফ জানিয়ে দেওয়া হয়, বাংলার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না।
কেন্দ্র সরকার বিভেদের রাজনীতি করে রাজ্যে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে।

এই মাদ্রাসা বিতর্কে বিরোধিতা করে বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এইধরনের মন্তব্য করছে নরেন্দ্র মোদীর সরকার। আর এই কারণে মন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো উচিত। বিরোধিতায় অংশ নেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। জানান, এই ধরনের অভিযোগ তোলার উদ্দেশ্য হল বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়া। বুদ্ধ-বাবু একটিমাত্র মাদ্রাসা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিলেন। কখনোই সব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের কথা বলেননি তিনি। তৃণমূল সরকারের তরফে তীব্র নিন্দা করেন পার্থ চট্টোপাধ্যায়। জানান, আডবাণী স্বীকার করেছিলেন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না। সিদ্দিকুল্লার চৌধুরীর মন্তব্য, আসলে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। এনিয়ে প্রস্তাব এলে আলোচনা হবে।
কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হবে বলেও জানান বিধানসভার অধ্যক্ষ।

এই রাজ্যের মাদ্রাসার আড়ালে পড়ুয়াদের মগজ-ধোলাই করেছে বাংলাদেশি জঙ্গিরা। মুর্শিদাবাদ ও বর্ধমানের একাধিক মাদ্রাসায় জামাত উল মুজাহিদিন জঙ্গিরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে এমন বিস্ফোরক অভিযোগ করেন জিকে রেড্ডি। আর এই বিতর্কিত মন্তব্য ঘিরে আজ উত্তাল হল বিধানসভা। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.