Header Ads

রাজ্যের অনুমতি ছাড়া বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন সম্ভব নয়!

নজরবন্দি ব্যুরো: বর্ধমান স্টেশনের নাম বদল নিয়ে বিতর্ক চলছিল। এবার সেই ইস্যু নিল নয়া মোড়। রাজ্যের সম্মতি ছাড়া বদলান যাবে না স্টেশনের নাম।
একথা স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়েছে ভারতীয় রেলমন্ত্রক।
যদিও এর আগে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে বিপ্লবী বটুকেশ্বর দত্তের নামে রাখার কথা ঘোষণা করেন অমিত শাহ। অমিত শাহ বটুকেশ্বর দত্তের বাড়িতে দাঁড়িয়ে  এহেন ঘোষণা নিয়ে বিতর্ক তৈরি হয় গোটা রাজ্য জুড়ে।

বিপ্লবী বটুকেশ্বর দত্তকে সম্মান জানাতে এমন পরিকল্পনা নিয়ে ছিলেন অমিত শাহ। যা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে রাজ্য জুড়ে। বর্ধমান স্টেশনের নাম বদল চাইছে না রেল কর্তৃপক্ষের অনেকেই। মহাবীর বর্ধমানের নামেই এই স্টেশনের নাম।
তাই এই নাম বদল হলে, আদালতে যাবেন বলেও জানিয়েছেন জৈন ধর্মাবলম্বীরা। যদিও বটুকেশ্বর দত্ত স্মৃতি রক্ষা কমিটি চাইছে দেশের স্বাধীনতা সংগ্রামীকে সম্মান জানিয়ে স্টেশনের নাম পরিবর্তন করুক সরকার। নতুন নামকরণ নিয়ে উঠছে নানান প্রশ্ন। এখন দেখার শেষপর্যন্ত কি হয়। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.