রাজ্যে শুরু হল ব্রাহ্মণ ভাতা, দিনপিছু ৩৯৮ টাকা বরাদ্দ করল কলকাতা পুরসভা।
নজরবন্দি ব্যুরোঃ ইমাম ভাতার পাশাপাশি ব্রাহ্মণ ভাতা চালু হল রাজ্যে। আজ পুরভবনে ব্রাহ্মণদের হাতে চেক তুলে দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য রাজ্যে ইমাম ভাতা চালু হওয়ার পরেই ব্রাহ্মণ ভাতার দাবি উঠেছিল। এবার সেই দাবি কিছুটা মিটল। এই কিছুটা শব্দের অবতারনা করার কারন সব ব্রাহ্মণ আপাতত ভাতা পাবেন কিনা তা জানা যায়ন।
আপাতত কলকাতা পুরসভার আওতায় থাকা শ্মশানগুলিতে অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দিন প্রতি এই অগ্রদানী ব্রাহ্মণরা ৩৯৮টাকা ভাতা পাবেন। আজ পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম ২৭ জন পুরহিতের হাতে চেক তুলে দেন। প্রত্যেক ব্রাহ্মণ পান ৯৫০০ টাকার চেক। উল্লেখ্য, এতদিন গোরস্থানের মৌলবিরা এই ভাতা পেতেন।
আজ অগ্রদানী ব্রাহ্মণদের হাতে চেক তুলে দেওয়ার আগে মেয়র বলেন, "বিজেপি ধর্মের জিগির তুলছে। আমরা মানবতার জন্য কাজ করছি"!
আপাতত কলকাতা পুরসভার আওতায় থাকা শ্মশানগুলিতে অগ্রদানী ব্রাহ্মণদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দিন প্রতি এই অগ্রদানী ব্রাহ্মণরা ৩৯৮টাকা ভাতা পাবেন। আজ পুরভবনে মেয়র ফিরহাদ হাকিম ২৭ জন পুরহিতের হাতে চেক তুলে দেন। প্রত্যেক ব্রাহ্মণ পান ৯৫০০ টাকার চেক। উল্লেখ্য, এতদিন গোরস্থানের মৌলবিরা এই ভাতা পেতেন।
Loading...
কোন মন্তব্য নেই