Header Ads

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় জয় গেরুয়া বাহিনীর!

নজরবন্দি ব্যুরো: ফের বড় সাফল্য বিজেপির। ভোটাভুটিতে সিংহ ভাগ পদেই জিতে গেলেন বিজেপি বা তাদের সমর্থিত প্রার্থীরা। এবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন বড় রকমের সাফল্য পেল গেরুয়া শিবির।
এবার ৩ টি গুরুত্বপূর্ণ পদ বিজেপি ছিনিয়ে নিল তৃণমূলের কাছ থেকে। যদিও কোষাধ্যক্ষের পদে জয় পায় তৃণমূল।
এই নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিজেপি কমকরে ২০ লক্ষ টাকা খরচ করেছে।

বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভি-ওয়েট নেতারা এই নির্বাচনের পরোক্ষে পরিচালনা করেন। আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির মতন নেতারা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই দিক থেকে এই নির্বাচনে সাফল্য বিজেপির কাছে খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.