কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে বড় জয় গেরুয়া বাহিনীর!
নজরবন্দি ব্যুরো: ফের বড় সাফল্য বিজেপির। ভোটাভুটিতে সিংহ ভাগ পদেই জিতে গেলেন বিজেপি বা তাদের সমর্থিত প্রার্থীরা। এবার কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন বড় রকমের সাফল্য পেল গেরুয়া শিবির।
এবার ৩ টি গুরুত্বপূর্ণ পদ বিজেপি ছিনিয়ে নিল তৃণমূলের কাছ থেকে। যদিও কোষাধ্যক্ষের পদে জয় পায় তৃণমূল।
এই নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিজেপি কমকরে ২০ লক্ষ টাকা খরচ করেছে।
বার অ্যাসোসিয়েশনের নির্বাচন এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। শাসক দল তৃণমূল কংগ্রেসের হেভি-ওয়েট নেতারা এই নির্বাচনের পরোক্ষে পরিচালনা করেন। আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ও সুব্রত বক্সির মতন নেতারা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। সেই দিক থেকে এই নির্বাচনে সাফল্য বিজেপির কাছে খুবি তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এবার ৩ টি গুরুত্বপূর্ণ পদ বিজেপি ছিনিয়ে নিল তৃণমূলের কাছ থেকে। যদিও কোষাধ্যক্ষের পদে জয় পায় তৃণমূল।
এই নির্বাচন নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন তৃণমূলের আইনজীবী-সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, এই বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিজেপি কমকরে ২০ লক্ষ টাকা খরচ করেছে।

No comments