Header Ads

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ!

নজরবন্দি ব্যুরো: ফের উত্তপ্ত জগদ্দল। গতকাল জগদ্দলের মেঘনা মোড়ে বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া ও গুলি চালানোর অভিযোগ ওঠে।
গতকাল কাকা অর্জুন সিংয়ের বাড়িতে আসছিলেন ভাইপো সৌরভ সিং।
বাড়িতে ঢোকা মাত্র বাড়ি লক্ষ করে বোমা ছোঁড়া হয়। এর পরে গুলিও চালান হয় বলে অভিযোগ করেন সৌরভ। বাড়ির সামনেই আছে সিআইএসএফের বাঙ্কার। সেই বাঙ্কার লক্ষ্য করেও বোমা ছোঁড়া হয়।
এই ঘটনায় মুহূর্তে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ছুটে আসেন খোদ পুলিশ কমিশনার।
গোটা এলাকা জুড়ে শুরু হয় তল্লাশি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় গুলির খোল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও সৌরভ সিংয়ের দাবি,এই চক্রান্তের সঙ্গে যুক্ত আছে রঞ্জিত সিং ও সঞ্জয় সিং। যদিও পুলিশের তরফে এই ঘটনা নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। সাংসদের বাড়ির সামনে বোমা ও গুলি চলার পর ফের একবার এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.