Header Ads

বাংলার নেতা অধীর চৌধুরীর মুকুটে নতুন পালক, পিএসির চেয়ারম্যান হলেন তিনি।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা ভোটের পর পার্লামেন্টে কংগ্রেসের দলনেতা নির্বাচিত হয়েছিলেন অধীর চৌধুরী। আর এবার এই বাঙালি কং সাংসদকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিযুক্ত করলেন স্পিকার ওম বিড়লা। সোনিয়া গান্ধী নিজে অধীরের নাম স্পিকারের কাছে সুপারিশ করেছিলেন পিএসির চেয়ারম্যান হওয়ার জন্য।
 পিএসি-র সদস্য মোট ২২ জন। তাঁদের মধ্যে ১৫ জন লোকসভার ও ৭ জন রাজ্যসভার মেম্বার। এই কমিটিতে অধীর বাবুই সুধু কংগ্রেস সদস্য। স্বাভাবিকভাবেই অধীরবাবুর পক্ষে এই কমিটিতে আধিপত্য তৈরি করা যথেষ্ঠ কঠিন কাজ হবেবলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত এই পদের জন্য আরও বেশ কয়েকজন মনোনয়ন পেশ করেন কিন্তু সবাইকে বাদ দিয়ে অধীর বাবুকেই এই পদের জন্য বেছে নেন মাননীয় স্পিকার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.