Header Ads

তৃণমূলের কাউন্সিলরকে যৌন হেনস্থা! থানায় অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে রাজ্যে অভিযোগ, পাল্টা অভিযোগের ঘটনা ঘটেই চলেছে। এবার এক দল অপর দলের নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন।

এবার বিজেপির জেলা সহ-সভাপতির বিরুদ্ধে শ্লীলতাহানির আভিযোগ। গুরুতর এই অভিযোগ আনল তৃণমূল কাউন্সিলর। এই ঘটনাটি ঘটেছে বনগাঁ এলাকায়। অভিযোগ, গত ১৬ জুলাই বনগাঁ পৌরসভা অনাস্থা ভোট শেষে ফিরছিল তৃণমূল কংগ্রেসের সমর্থক।
তখন বিজেপির জেলা সহ-সভাপতির নেতৃত্বে কিছু দুষ্কৃতি চড়াও হয় ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর দিপালী বিশ্বাসের ওপর। তাঁকে ঘিরে ধরে  যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে ওই বিজেপি নেতার বিরুদ্ধে।
এলাকা সূত্রে পাওয়া খবর অনুসারে, এই নিয়ে দেবদাস মণ্ডলের বিরুদ্ধে বনগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন আদালতের ওপর আস্থা আছে। পাশাপাশি তাঁর পাল্টা অভিযোগ, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এই অভিযোগ করা হচ্ছে। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.