Header Ads

মুকুল পুত্র শুভ্রাংশু কি আবার ফিরছেন তৃণমূলে? জল্পনা উস্কে মন্তব্য অভিষেকের।

নজরবন্দি ব্যুরোঃ বিজেপি বনাম তৃণমূল এর দড়ি টানাটানি চলছে রাজ্য জুড়ে। এবার তারই ফল হিসেবে বিজেপিতে নাম লেখানো কাঁচরাপাড়া পুরসভার ১৭জন কাউন্সিলর এর মধ্যে ৯ জন আবার যোগ দিলেন তৃণমূলে। এদিকে আবার আজ মুকুল রায় দাবী করেছেন তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের ১০৭জন বিধায়ক বিজেপিতে যোগদান করতে চলেছেন।
 এই কথার পাল্টা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় শুভ্রাংশু রায়ের তৃণমূলের প্রত্যাবর্তনের জল্পনা উঠল রাজ্য জুড়ে। তিনি বলেন উনি সর্বভারতীয় নেতা। নিজের পাড়াই বাঁচাতে পারছেন না। ১০ জন কাউন্সিলর রক্ষা করতে পারলেন না। অথচ ১০৭ জন বিধায়ক ভাঙাবেন! ঘরে নেই নুন ছেলে আমার মিঠুন। তিনি নিজের ছেলেটাকে রাখতে পারবেন তোদলে?

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.