নতুন নিয়মে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ।
নজরবন্দি ব্যুরোঃ ১ অগস্ট থেকে শুরু হতে চলেছে ক্রিকেটের প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আগে টেস্টে কন দল ১ নম্বরে থাকবে তা নিরভর করত আইসিসি-র টেস্ট রাঙ্কিং। কিন্তু এবার থেকে টেস্ট খেলা প্রথম ৯টি দেশকে নিয়ে এই চ্যাম্পিয়নশিপ হবে এক নতুন নিয়মে। ১ অগস্ট থেকে ৩০ এপ্রিল ২০২১ পর্যন্ত প্রত্যেক দ্বিপাক্ষিক সিরিজ খেলবে এই ৯ টি দেশ। যা এই চ্যাম্পিয়নশিপের অঙ্গ। প্রতি সিরিজের মোট পয়েন্ট হবে ১২০। অর্থাত্ দুটি ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ৬০ আবার সিরিজে ৫ ম্যাচ হলে এক একটি ম্যাচের পয়েন্ট হবে ২৪।
এইভাবে পয়েন্ট ভাগ হবে ম্যাচ প্রতি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটা দল খেলবে ছয়টি সিরিজ। প্রতিটা দলের কাছে সুযোগ থাকবে ৭২০ পয়েন্ট সংগ্রহ করার। তবে যদি টেস্ট ম্যাচ ড্র হয়ে তাহলে ২ ম্যাচের সিরিজে দুটি দল পাবে ২০ পয়েন্ট, ৩ ম্যাচের সিরিজ হলে পাবে ১৩.৩ পয়েন্ট, ৪ ম্যাচের সিরিজ হলে পাবে ১০ পয়েন্ট এবং ৫ ম্যাচের সিরিজ হলে পাবে ৮ পয়েন্ট। তবে ম্যাচ যদি টাই হয় তাহলে সেই ম্যাচের মোট পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে। আর তারপর ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের প্রথম ২ এ থাকবে তাদের মধ্যে জুন মাসে হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল লর্ডসে।
এইভাবে পয়েন্ট ভাগ হবে ম্যাচ প্রতি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটা দল খেলবে ছয়টি সিরিজ। প্রতিটা দলের কাছে সুযোগ থাকবে ৭২০ পয়েন্ট সংগ্রহ করার। তবে যদি টেস্ট ম্যাচ ড্র হয়ে তাহলে ২ ম্যাচের সিরিজে দুটি দল পাবে ২০ পয়েন্ট, ৩ ম্যাচের সিরিজ হলে পাবে ১৩.৩ পয়েন্ট, ৪ ম্যাচের সিরিজ হলে পাবে ১০ পয়েন্ট এবং ৫ ম্যাচের সিরিজ হলে পাবে ৮ পয়েন্ট। তবে ম্যাচ যদি টাই হয় তাহলে সেই ম্যাচের মোট পয়েন্ট ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে। আর তারপর ৩০ এপ্রিল ২০২১-এর শেষে যে দুই দল লিগের প্রথম ২ এ থাকবে তাদের মধ্যে জুন মাসে হবে টেস্ট বিশ্বকাপের ফাইনাল লর্ডসে।

No comments