Header Ads

আরও বৃষ্টির পূর্বাভাস। মুম্বাইয়ে লাল সতর্কতা জারী।

নজরবন্দি ব্যুরোঃ অধিক বৃষ্টি পাতের খবর শোনাল আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু অতি সক্রিয়তার কারণে মুম্বই সহ মহারাষ্ট্র, কোঙ্কন উপকূল,রাজস্থান ও গুজরাটএ অতি ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছ বলে পুরভাস দিল হাওয়া অফিস। একে তো গত কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই শহর।
 তার উপর আরও বৃষ্টির আগাম বার্তায় লাল সতর্কতা জারী করা হয়েছে শহরে। মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন শহরবাসীকে সতর্ক থাকতে বলেছে তারাও বর্ষা মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তত। ওপর দিকে বৃষ্টির সাথে ঝোর হাওয়ার কারণে বিমান চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে। এখন শহরের বিভিন্ন রাস্তায় হাঁটুর উপর জল। শহরের রেল লাইনে জল জমার কারণে ট্রেন চলাচলের বিঘ্ন ঘটছে। সব মিলিয়ে বাণিজ্য নগরীর হাল বেহাল।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.