টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিলেন মহম্মদ আমির।
নজরবন্দি ব্যুরোঃ টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের পেসার মহম্মদ আমির। তবে তিনি ওয়ান ডে ও টি-২০ খেলবেন। পাকিস্তানের হয়ে ৩৬টি টেস্ট খেলে ১১৯টি উইকেট নিয়েছেন আমির। গড় ৩০.৪৭। গতি আর রিভার্স সুইং হল তার বোলিং এর প্রধান অস্ত্র। অবসর নেবার জন্য আমির বোর্ড কে যে ইমেল পাঠান তাতে তিনি লেখেন “পাকিস্তান ক্রিকেটের হয়ে সব ধরণের ক্রিকেটে খেলতে পারাটা গর্বের। আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চাই। যাতে সাদা বলের ক্রিকেটে মন দিতে পারি। দেশের হয়ে খেলাটাই আমার একমাত্র লক্ষ্য ছিল।
আমি সবসময় নিজের সবটা দিয়েই খেলার চেষ্টা করেছি। আমি আশা করছি, আগামী দিনেও খেলার সময় আমি পুরো ফিট থাকতে পারব”। একসময় স্পট ফিক্সিংয়ে জড়িত হয়ে পাঁচ বছর নির্বাসিত হয়েছিলেন আমির। শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে চিঠি মারফত নিজের সিদ্ধান্ত জানিয়েছেন আমির। শুধুমাত্র ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই এগোতে চানতিনি। ২০২০-র টি-২০ বিশ্বকাপ কে পাখির চোখ করে এগতে চান তিনি।>
কোন মন্তব্য নেই