Header Ads

সাঁতরাগাছিতে তৈরি হচ্ছে ফুট ব্রিজ, রবিবার বাতিল বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন।

নজরবন্দি ব্যুরোঃ সাঁতরাগাছিতে তৈরি হচ্ছে নতুন ফুট ওভার ব্রিজ। যার অনেকটা কাজ হবে ২৮ জুলাই রবিবার তাই সাঁতরাগাছির ওপর দিয়ে যাওয়া দক্ষিণপূর্ব রেলের ৩০ টি লোকাল ট্রেন বাতিল করার কথা জানানো হয়েছে। বাতিল করা হয়েছে বেশ কিছু দুরপাল্লার ট্রেনও। উলুবেড়িয়ায় হাওড়া- খড়্গপুর শাখার রেল লাইনের উপরেই একটি সেতু নির্মাণ করছে রেল এবং পূর্ত দফতর। সেই সেতুর মাঝের দশ মিটার অংশ জোড়ার জন্যই রেল চলাচল বন্ধ রাখতে হবে।
 দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই রাত সাড়ে দশটা থেকে ৮ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত হাওড়া এবং খড়্গপুর শাখার মধ্যে সরাসরি রেল যোগাযোগ বন্ধ থাকবে। হায়দরাবাদ-হাওড়া ইস্ট কোস্ট এক্সপ্রেস ২৭ জুলাই ও ২৮ জুলাইয়ের হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস বাতিল হয়েছে। বন্ধ থাকবে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেসও। এছারাও বন্ধ থাকবে টাটানগর-হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস,পুরী-হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস,হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস এবং হাওড়া-আদ্রা-হাওড়া প্যাসেঞ্জার। এছারাও বাতাল অনেক লোকাল ট্রেন।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.