চেক বাউন্স এর অপরাধে অভিনেতা বিশ্বজিত্ চক্রবর্তী কে ৬ মাসের কারাদণ্ড দিলো আলিপুর আদালত।
নজরবন্দি ব্যুরোঃ চেক বাউন্স হওয়াতে সিনেমা ও টিভি জগতের জনপ্রিয় অভিনেতা বিশ্বজিত্ চক্রবর্তী কে ৬ মাসের কারাদণ্ড দিলো আলিপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট । ধর্মতলার একটি সংস্থার কাছ থেকে ২০১৫ সালে ওই অভিনেতা ব্যক্তিগত কারণে ১০ লাখ টাকা ধার নেন। সংস্থার মালিক ব্যবসায়ী দর্শন খামানির অভিযোগ বিশ্বজিৎ ধার শোধ করতে গিয়ে তাকে যে ক'টি চেক দেন সেগুলো ব্যাঙ্কে জমা দেওয়ার পরে বাউন্স করে।
এর পরেই ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন দর্শন।বিশ্বজিৎ বাবুর আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান আদালত তাকে জামিনে মুক্তি দেয়।ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে।
এর পরেই ওই অভিনেতার বিরুদ্ধে আলিপুর আদালতে মামলা দায়ের করেন দর্শন।বিশ্বজিৎ বাবুর আইনজীবী সৈকত দত্ত মজুমদার জানান আদালত তাকে জামিনে মুক্তি দেয়।ওই রায়ের বিরুদ্ধে আপিল মামলাও দায়ের হবে।

No comments