Header Ads

কাশ্মীর নিয়ে খোলা হুমকি দিলেন আল কায়দা প্রধান।

নজরবন্দি ব্যুরোঃ ফাউন্ডেশন ফর ডিফেন্স অফ ডেমোক্রেসিস,নামের এক প্রতিরক্ষা সংক্রান্ত পত্রিকা জানিয়েছে কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়িয়ে তুলতে চাইছে আল কায়দা।‘কাশ্মীরকে ভুলো না’ শীর্ষক ভিডিওটিতে আল কায়দা প্রধান বলছে, “আমার মতে, এই মুহূর্তে কাশ্মীরি মুজাহিদদের উচিত ভারতীয় সেনার উপর একের পর এক হামলা চালিয়ে যাওয়া। সরকার ও সরকারি বাহিনীর যত বেশি ক্ষতি করা সম্ভব তত ভাল। মুজাহিদদের উচিত ক্রমাগত হামলা চালিয়ে ভারতীয় অর্থনীতির রক্তক্ষরণ ঘটানো”। সূত্রের খবর সদ্য প্রকাশিত আল কায়দা প্রধানের ভিডিওটিও পাকিস্তানে তোলা।
ফলে ভারতকে রক্তাক্ত করতে পাকিস্তানের ষড়যন্ত্র ফের প্রকাশ্যে এসেছে। যে কারনে যথেষ্ট উদ্বিগ্ন স্বরাষ্ট্র মন্ত্রক। আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পেশ করা এক রিপোর্টে বলা হয়েছিল ২০১০ সাল থেকে জঙ্গি শিবিরে নাম লেখানো আগের থেকে অনেক বেড়েছে। চলতি বছর এখনও পর্যন্ত বিভিন্ন জেহাদি সংগঠনে নাম লিখিয়েছে প্রায় ১৩০ জন কাশ্মীরি যুবক। ফলে সবদিক ক্ষতিয়ে দেখে খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিতে চলেছে সরকার। অমরনাথ যাত্রার জন্য সুরক্ষা ব্যবস্থা আমুল পরিবর্তন করা হয়েছে। কাশ্মীর উপত্যকাই গোয়েন্দা কার্যকলাপ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.