Header Ads

চোটের কারণে বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন শিখর ধাওয়ান। দলে পন্থ।

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের মাঝে ভারতীয় দলে বিরাট ধাক্কা। বাঁ-হাতের বুড়ো আঙুলে চোটের কারণে বিশ্বকাপ থেকে একেবারেই ছিটকে গেলেন শিখর ধাওয়ান। ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে এই দুঃসংবাদ জানানো হয়েছে। কভার হিসেবে ইংল্যান্ডে ডেকে পাঠানো ঋষভ পন্থকে ধাওয়ানের পরিবর্তে দলে নেওয়া হল। অথচ বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার সময়ে বাঁ হাতি পন্থকে দলে রাখেননি নির্বাচকরা। অভিজ্ঞতার দোহাই দিয়ে বাঁ হাতি প্রতিভাবানকে দূরে ঠেলে দেওয়া হয়েছিল। অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে দীনেশ কার্তিককে দলে নেওয়া হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যায়। অস্ট্রেলিয়া-ম্যাচে ধওয়নের চোট পন্থের জন্য বিশ্বকাপের দরজা সশব্দে খুলে দিল।
 ধওয়নের পরিবর্তে তৈরি রাখা হচ্ছিল পন্থকে। এ দিন সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল ধওয়নের পক্ষে আর ফেরা সম্ভব হবে না।প্রসঙ্গত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার নাইলের হঠাৎই লাফিয়ে ওঠা একটা বল ধওয়নের বুড়ো আঙুলে লাগে। তিন সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছিল তাঁকে। টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল, ধওয়নের চোটের অবস্থা খতিয়ে দেখা হবে। এবং সেই কথা মতো আজ জানিয়ে দেওয়া হল তিনি আর বিশ্বকাপ খেলতে পারবেন না।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.