Header Ads

কবে আসছে বর্ষা? দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিচ্ছে আলিপুর হাওয়া অফিস।

নজরবন্দি ব্যুরোঃ তাপ বিধ্বস্ত দক্ষিণবঙ্গের জন্য সুখবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষের দিকে কিংবা পরের সপ্তাহের শুরুতে দক্ষিণবঙ্গে ঢুকে যাবে বর্ষা। ফলে রেহাই মিলবে জ্বালাপোড়া গরমের থেকে। বুধবারও আর্দ্রতার দাপটে নাকাল হয়েছেন দক্ষিণবঙ্গবাসী। গরমে, ঘামে জ্যাবজ্যাবে হয়ে কর্মস্থলে ছুটেছেন নিত্যযাত্রীরা।
কবে আসবে তাহলে বর্ষা? আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা শুরু হয়ে গিয়েছে। তবে পাকাপাকিভাবে বর্ষা শুরু হতে চলতি সপ্তাহের শেষের দিকে। আবার বিহারের দক্ষিণভাগ হয়ে, ঝাড়খণ্ড, এবং পশ্চিমবঙ্গ ও বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। তার হাত ধরেই বর্ষা দক্ষিণবঙ্গে আসে না কি আরও অন্য কোনও সিস্টেমের হাত ধরে বর্ষার বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে এখন সেদিকেই তাকিয়ে হাওয়া অফিস।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.