Header Ads

গরম কে টাটা-বাই বাই বলার সময় এল, বুধবার থেকে টানা বৃষ্টির সম্ভাবনা।

নজরবন্দি ব্যুরোঃ চূড়ান্ত গরম কে ছাপিয়ে বৃষ্টিস্নাত হতে চলেছে দক্ষিনবঙ্গ। আগামী বুধবার থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা। বজ্রপাত সহ বৃষ্টির দাপট ব্যাপক আকারে থাকবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত। এই খবর জানা গেছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা।

ওয়েদার আল্টিমা জানাচ্ছে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে দক্ষিন বঙ্গে। টানা বৃষ্টির সাথে মাঝে মধ্যেই উঠবে ঝড় সাথে বজ্র বিদ্যুৎ। পশ্চিমের জেলা গুলিতে ঝড়ের পরিমান বেশি থাকলেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ঝড়ের দাপট থাকবে অপেক্ষাকৃত কম।
ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, "বুধবার থেকে বায়ুমণ্ডলে একাধিক অনুঘটক তৈরি হবে, যার জেরে জোর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে।
বৃষ্টির পাশাপাশি শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
 তাঁর ব্যাখ্যা, "ওড়িশা, বিহার এবং উত্তরপূর্ব ভারতে একাধিক ঘূর্ণাবর্ত থাকবে। এর জেরে দক্ষিণবঙ্গে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। অন্য দিকে দক্ষিণ ভারতের দিকে অগ্রসর হবে বর্ষা, যার জেরে ওড়িশা থেকে মায়ানমার উপকূল পর্যন্ত আরও বেশি জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে এই সব অঞ্চলে মাঝারি থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হবে।” 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.