অবশেষে দাদা কে নিয়ে তৈরি হচ্ছে সিনেমা। নাম “দুসরা”।
নজরবন্দি ব্যুরোঃ অনেক খেলোয়াড়ের জীবনের নানা ঘটনা সিলভার স্ক্রিনে উঠে এসেছে, কিন্তু সৌরভের মত খেলোয়াড়ের জীবন নিয়ে সিনেমা হয়নি, তার খেলোয়াড় জীবন কিন্তু অনেক বর্ণময়। আত্র ওঠা পরা নানান বিতর্ক দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া দল কে আবার নতুন ভাবে তুলে আনা সব কিছু নিয়ে টানটান গল্প। অবশেষে অপেক্ষার অবসান। এবার দাদা-র গল্প নিয়ে হবে সিনেমা ৷ ইতিমধ্যেই ছবি-র পোস্টার রিলিজ হয়ে গেছে ।
নাম “ দুসরা” তবে এটা বায়োপিক না, ন্যাটওয়েস্ট ট্রফি ও সৌরভের লড়াইের গল্প উঠে আসবে এই চলচ্চিত্রে ৷ তবে পুরোটাই হবে এক কিশোরীর চোখ দিয়ে ৷ ভারতীয় সমাজে ক্রিকেট কীভাবে বদলে দিয়েছে তার গল্পও উঠে আসবে এই সিনেমায় । ছবির পরিচালক অভিনয় দেও। অভিনয়ের আগের সিনেমা ডেলি বেলি, ব্ল্যাকমেলের মতো ছবির পরিচালনা করেছেন । এখন অপেক্ষা কবে পাবে মুক্তি।
নাম “ দুসরা” তবে এটা বায়োপিক না, ন্যাটওয়েস্ট ট্রফি ও সৌরভের লড়াইের গল্প উঠে আসবে এই চলচ্চিত্রে ৷ তবে পুরোটাই হবে এক কিশোরীর চোখ দিয়ে ৷ ভারতীয় সমাজে ক্রিকেট কীভাবে বদলে দিয়েছে তার গল্পও উঠে আসবে এই সিনেমায় । ছবির পরিচালক অভিনয় দেও। অভিনয়ের আগের সিনেমা ডেলি বেলি, ব্ল্যাকমেলের মতো ছবির পরিচালনা করেছেন । এখন অপেক্ষা কবে পাবে মুক্তি।


No comments