Header Ads

আমার কাছে এই মুহূর্তে কোনও ছবি নেই! বললেন শাহরুখ। কেন জানেন?

নজরবন্দি ব্যুরোঃ শেষ ছবি 'জিরো'-র বক্স অফিসে ভরাডুবির পর সিনেমা থেকে কিছুদিনের বিরতি নিয়েছিলেন শাহরুখ খান। তার পর বলিউডে জোর গুঞ্জন উঠেছিল রাজ কুমার হিরানির সাথে জুটি বাঁধছেন বাদশা। কিন্তু সব জল্পনার অবশান ঘটালেন তিনি নিজেই। জানালেন রাজকুমার বা ফারাহ খান-রোহিত শেট্টি কারওর সঙ্গেই ছবি করছেন না বাদশা। কিন্তু কেন? কি হল তার? এস আর কে-র উত্তর ‘হৃদয় থেকে সাড়া পাচ্ছি না’।
একটি সাক্ষাত্কারে শাহরুখ বলেন “আমার কাছে এই মুহূর্তে কোনও ছবি নেই। সাধারণত একটা ছবি শেষ হওয়ার ৩-৪ মাসের মধ্যেই নতুন ছবি শুরু করে দিই। কিন্তু এবার আমার ইচ্ছাই হচ্ছে না। মন চাইছে না। আরও সময় নেওয়া উচিত বলে মনে করছি। সিনেমা দেখা, গল্প শোনা ও বই পড়া ইত্যাদিতে নিজেকে ব্যস্ত রেখেছি। এমনকি আমার ছেলেমেয়েরা এখনও কলেজে পড়ছে। মেয়ে কলেজে পড়ছে। ছেলের কলেজের পাঠ শেষ হতে চলেছে। তাই পরিবারের সঙ্গে আরও সময় কাটাতে চাই”।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.