আইনি বাধা কাটল, বিদেশ যেতে পারবেন রবার্ট বঢরা
নজরবন্দি ব্যুরো: অবশেষে আদালতে স্বস্তি পেলেন রবার্ট বঢরা। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীর স্বামীকে বিদেশযাত্রার ছাড়পত্র দিল আদালত। আজ, সোমবার এমন এক রায় দেয় আদালত।
এদিন আদালত জানিয়েছে, রবার্ট চিকিত্সার জন্য বিদেশে যেতে পারবেন।
তবে এর জন্য সময়সীমা ঠিক করে দিয়েছে আদালত। বিচারক জানিয়েছেন, চিকিত্সার প্রয়োজনে ছ'সপ্তাহের জন্য রবার্টকে বিদেশে যাওয়ার ছাড়পত্র দেওয়া হল।
এর আগে রবার্ট লন্ডনে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদন গ্রাহ্য হয়নি আদালতে। ফলে রবার্ট লন্ডনে যাওয়ার আবেদন ফিরিয়ে নেন। আদালত শুধু তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডে যাওয়ার অনুমতি দিয়েছে।
একই সঙ্গে আদালত জানিয়েছে যে রবার্টের বিরুদ্ধে যদি কোনও লুক আউট নোটিশ জারি হয়ে থাকে, তাহলে তা ছয় সপ্তাহের জন্য রদ করা হল। রবার্টকে অনুমতি ছাড়া বিদেশযাত্রায় নিষেধ করেছিল আদালত। এদিন আদালতের তরফে রবার্টকে জানানো হয় যে আদালতের নির্দেশ মেনে চলতে হবে তাকে।

No comments