Header Ads

ভর্তিতে কাটমানি ইস্যুতে পথে নামছে এসএফআই ও বিজেপি।

নজরবন্দি ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে দলের কর্মীদের কাটমানি ফেরত দেবার নির্দেশ দিয়েছিলেন। আর এর পর থেকে গোটা রাজ্য জুড়ে এই কাটমানি ইস্যুতে অশান্ত হয়ে ওঠে।
বেশিরভাগ ক্ষেত্রে দেখাযায় তাঁর দলের কর্মীরাই আক্রান্ত হচ্ছেন। এবার সেই কাটমানি ইস্যুতে পথে নামছেন ছাত্ররা। কাটমানি কাণ্ডে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাম ছাত্র সংগঠন। আগামীকাল কলেজ স্ট্রিট থেকে শুরু হবে ওই মিছিল। কলেজ ভর্তিতে টাকা নিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। এই অভিযোগেই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে এসএফআই।
প্রসঙ্গত, কলেজ ভর্তির ক্ষেত্রে টাকা নেওয়ার অভিযোগে ওঠে গতবছর।
অভিযোগের তির তৃণমূল ছাত্র পরিষদের দিকে। সেই অভিযোগকে হাতিয়ার করেই এবার কাটমানি ইস্যুতে রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। এর পাশাপাশি এই একই ইস্যুতে ১ জুলাই জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। পরদিন ২ জুলাই হাজরা মোড়ে সভারও ডাক দিয়েছে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রী এই কাটমানি ফিরিয়ে দিতে বলার পর থেকে জায়গায় জায়গায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়েছেন সাধারণ মানুষ। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.