Header Ads

অবশেষে আলোচনার জন্য চিঠি পৌঁছে গেল জুনিয়র ডাক্তা্রদের কাছে। আজ দুপুর ৩টে তে বৈঠক ।

নজরবন্দি ব্যুরোঃ শেষ পর্যন্ত এনআরএস-এর আন্দোলনরত জুনিয়র চিকিত্সপকদের কাছে পৌঁছে গেল আমন্ত্রণপত্র। রাজ্য সরকারের তরফ থেকে স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্রের স্বাক্ষর করা আমন্ত্রণপত্র পৌঁছয় এনআরএস-এর অধ্যক্ষের কাছে। পরে তা আন্দোলনরত জুনিয়র চিকিত্সিকদের কাছে পৌঁছে যায়। যদিও চিঠি সংবাদমাধ্যমের উপস্থিতির বিষয়টি উল্লেখ নেই। বিষয়টি নিয়ে ফের জিবি বৈঠকে আন্দোলনরত জুনিয়র চিকিত্সযকরা। আজ সকালে জুনিয়র ডাক্তার রা জানান কিসের আলোচনা কথাই হবে তা তারা কিছুই জানেনে না।


 কারণ তাঁদের কাছে কোন চিঠি আসেনি। ফলে তারা আলোচনাতে যাবেন কি করে।এরপর স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছে আমন্ত্রণপত্র পাঠানোর অনুরোধ আসতে থাকে। সূত্রের খবর আমন্ত্রণপত্রে আন্দোলনরত চিকিত্সককদের কাছে সোমবার দুপুর তিনটেয় নবান্নে বৈঠকে যোগ দিতে অনুরোধ করা হয়। রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজ থেকে দুজন করে প্রতিনিধি পাঠাতে অনুরোধ করা হয়। বলে হয় দুপুর তিনটেয় বৈঠক শুরু হবে। এর পর কি হয় সেটাই এখন দেখার।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.