Header Ads

NRS কাণ্ডে নয়া মোড়, কীসের বৈঠক? কে ডেকেছেন? আমরা তো কিছুই জানি না। জানালেন জুনিয়র চিকিৎসকরা।

নজরবন্দি ব্যুরোঃ কিছুতেই মিটতে চাইছেনা এন আর এস হাসপাতালের সমস্যা। দীর্ঘ টালবাহানার পর দু পক্ষ আলোচনাতে বসবে বলে ঠিক হয়েছিল কিন্তু আলোচনা অধরাই। কাটল না অচলাবস্থা। জুনিয়র চিকিৎসকরা চান মিডিয়ার সামনে লাইভ হোক গোটা বৈঠক। বন্ধ দরজার পিছনে কোনও মিটিং হবে না বলেই শুরু থেকে জানিয়ে এসেছেন তাঁরা। সোমবার জিবি মিটিং-এর পর প্রেস বিবৃতি দিয়ে জুনিয়র ডাক্তাররা জানান, “কাল থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে আজ দুপুরে বৈঠক।
 কিন্তু কীসের বৈঠক? কে ডেকেছেন? আমরা তো কিছুই জানি না। আমাদের কাছে কোনও প্রেস বিবৃতি বা অফিসিয়াল ইনভিটেশন আসেনি। কোনও চিঠি পাইনি আমরা। আর আমরা আমাদের দাবিতে অনড়, নবান্নের বন্ধ ঘরে কোনও বৈঠক হবে না”। তাহলে উপায়? সিঁদুরে মেঘ দেখছেন বিভিন্ন মহল। আরও বিপদে রাজ্যবাসী।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.