সমর্থকদের চাপে ইস্তফার নাটক মনিরুলের! ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা মুকুলের।
নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই লোকসভা নির্বাচনে রাজ্যে দারুন ফল করেছে বিজেপি। সাথে সাথেই রাজনৈতিক কারবারিরা সেই ফলের স্বাদ নিতে উঠে পড়ে লেগেছেন। মুকুল রায়ের হাত ধরে একের পর এক তৃণমূল নেতা প্রবেশ করছেন বিজেপি-তে।
এতে নষ্ট হচ্ছে দলীয় ভাবমূর্তি, যে অগনিত সাধারণ মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছেন বিজেপি-র বাক্সে সেই সাধারন মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে বলে মনে করছেন বিজেপির একটা বড় অংশ। এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায় সাইক্লোনের মত আছড়ে পড়েছে মনিরুল ইসলাম কে বিজেপি তে যোগদান করানোর পর। এহেন মনিরুল এবার শুরু করেছেন নতুন নাটক বলে জানাচ্ছে বিজেপি-র সূত্র। তিনি নাকি মুকুল রায় কে বলেছেন দল যদি তাঁর জন্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে তিনি ইস্তফা দিতে প্রস্তুত। সূত্রের খবর ইস্তফা দিতে চেয়ে চিঠিও দিয়েছেন দলকে। যদিও তিনি যলে যোগ দিলেও এখনও সাধারণ কর্মী, তাঁর কোন পদ নেই তাই তিনি ঠিক কিভাবে ইস্তফা দেবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মুকুল রায়, কারন মনিরুল কে নিয়ে ব্যাকফুটে তিনিও। সাংবাদিকদের মুকুল বলেন, মনিরুল জানিয়েছেন দলে যদি তাঁকে নিয়ে সমস্যা হয় তিনি ইস্তফা দিতে প্রস্তুত। যদিও সবই মৌখিক, দলই শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে। এর পরেই মুকুল রায় জানান বহু মানুষ বিজেপি-তে যোগ দিতে চান কিন্তু বিজেপি কর্মীদের নিতী আদর্শ আবেগ কে গুরুত্ব দিয়েই এবার থেকে দলে নেওয়া হবে নতুনদের।
No comments