Header Ads

লোকসভায় শপথ নিলেন বাংলার দুই অভিনেত্রী সাংসদ নুসরত ও মিমি।

নজরবন্দি ব্যুরোঃ লোকসভা অধিবেশন শুরুর এক সপ্তাহ পর সংসদে গিয়ে শপথ নিলেন নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। মঙ্গলবার অধিবেশন শুরুর পর স্পিকার ওম বিড়লা বলেন, যে সব সাংসদরা এখনও শপথ নেননি। তাঁরা যেন আগে শপথ নেন। তখনই এগিয়ে যান বাংলার দুই সাংসদ নুসরত জাহান ও মিমি চক্রবর্তী।১৭ জুন ছিল সাংসদদের শপথগ্রহণ অনুষ্ঠান।

 কিন্তু বিয়ের জন্য নুসরত তখন দেশে ছিলেন না। নুসরতের বিয়েতে আমন্ত্রিত ছিলেন মিমিও। তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছিল আগামী ২৫ জুন শপথ নেবেন দুই সাংসদ। সেই মতো আজ যাদবপুর ও বসিরহাটের সাংসদ অধিবেশনের আগে শপথ নেন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.