‘যাঁরা দল ছাড়ার তাড়তাড়ি ছাড়ুন,১টা গেলে ৫০০তৈরি করবো’ দলীয় কাউন্সিলরদের বার্তা মমতার।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনে আশা অনুরুপ ফল করতে পারেনি তৃণমূল। বিশেষ করে রাজ্যের ৫০ শতাংশ পুরসভাতে পিছিয়ে তৃণমূল। আর এই নিয়েই ভোটের পর রাজ্যের দলীয় কাউন্সিলরের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই বৈঠকেই সমস্ত কাউন্সিলরদের কড়া বার্তা দিলেন মমতা। তিনি আজ ঐ সভা থেক বলেছেন “ এবার পারফরম্যান্স এর উপর ভিত্তি করে টিকিট দেওয়া হবে কাউন্সিলরদের।এবার থেকে আর জেলা নেতাদের হাতে টিকিট দেওয়া হবে না।
ভোটার তালিকা ভালভাবে তৈরি করতে হবে, যাতে কারো নাম বাদ না পরে। যারা সরকারের সম্পত্তি নিজেদের নামে করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মমতা বেশ জোরের সহিত বলেন ১ জন গেলে ৫০০ জন তৈরি করবো। যারা দল ছাড়তে চান তারা তাড়াতাড়ি ছাড়ুন চোর দের দলে রাখা হবে না।তিনি আরও বলেন চুরি করে ধরা পড়লেই অন্য দলে চলে যাচ্ছেন। দলটা যেন রামধনু দল হয়ে গিয়েছে। এছারাও তিনি বার্তা দিয়ে বলেন কাউন্সিলরদের এলাকা ভাল রাখতে হবে।ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নজর দিতে হবে।প্রোমোটিংয়ে নজর দিলে চলবে না। এই বার্তা থেকে বোঝা যাচ্ছে এবার ভোটের ফল তাঁকে ভাবিয়ে তুলেছে, তাই ২১ এর আগে জনগনের আস্থা ফেরাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো।
ভোটার তালিকা ভালভাবে তৈরি করতে হবে, যাতে কারো নাম বাদ না পরে। যারা সরকারের সম্পত্তি নিজেদের নামে করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, মমতা বেশ জোরের সহিত বলেন ১ জন গেলে ৫০০ জন তৈরি করবো। যারা দল ছাড়তে চান তারা তাড়াতাড়ি ছাড়ুন চোর দের দলে রাখা হবে না।তিনি আরও বলেন চুরি করে ধরা পড়লেই অন্য দলে চলে যাচ্ছেন। দলটা যেন রামধনু দল হয়ে গিয়েছে। এছারাও তিনি বার্তা দিয়ে বলেন কাউন্সিলরদের এলাকা ভাল রাখতে হবে।ডেঙ্গি প্রতিরোধে বিশেষ নজর দিতে হবে।প্রোমোটিংয়ে নজর দিলে চলবে না। এই বার্তা থেকে বোঝা যাচ্ছে এবার ভোটের ফল তাঁকে ভাবিয়ে তুলেছে, তাই ২১ এর আগে জনগনের আস্থা ফেরাতে মরিয়া তৃণমূল সুপ্রিমো।

No comments