কাটোয়াতে লেনিনের মূর্তির উপর দুষ্কৃতীদের হামলা।
নজরবন্দি ব্যুরোঃ এবার কোপ পড়ল লেনিন মূর্তির উপর। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা লেনিনের মূর্তি ভেঙে তাতে লাল রঙ লেপে দেয় বলে অভিযোগ। ঘটনাটি বর্ধমান জেলার কাটোয়ারা লেনিন সরণি মোড়ের। এদিন সকালে কাটোয়ার পথচলতি মানুষের প্রথম চোখে পড়ে কালোর মূর্তির মধ্যে লাল রঙের। পরে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মূর্তিটি ভাঙবার চেষ্টা করা হয়েছে।
এলাকায় অশান্তি তৈরির করার জন্যই বামবিরোধী শক্তি এই কাজ করেছে বলে অভিযোগ করে কাটোয়ার সিপিএম নেতৃত্ব। ১৯৮২ সালে মূর্তিটির প্রতিষ্ঠা করেছিল কাটোয়া পুরসভা। এবছরের শুরুতে মূর্তিটির সংস্কার করা হয় পুরসভার তরফ থেকে।অভিযোগের তীর বিজেপির দিকে।
এলাকায় অশান্তি তৈরির করার জন্যই বামবিরোধী শক্তি এই কাজ করেছে বলে অভিযোগ করে কাটোয়ার সিপিএম নেতৃত্ব। ১৯৮২ সালে মূর্তিটির প্রতিষ্ঠা করেছিল কাটোয়া পুরসভা। এবছরের শুরুতে মূর্তিটির সংস্কার করা হয় পুরসভার তরফ থেকে।অভিযোগের তীর বিজেপির দিকে।

No comments