জিডি বিড়লার ছাত্রী কৃত্তিকা পালের সুইসাইড নোট ঘিরে বাড়ছে জল্পনা। কি লেখা আছে তাতে?
নজরবন্দি ব্যুরোঃ কলকাতার জিডি বিড়লা স্কুলের বাথরুমে মুখে প্লাস্টিক বাঁধা, আর বাঁ হাতের শিরার কাছে বেশ খানিকটা কাটা ঠিক এই ভাবেই পরে থাকতে দেখা যায় দশম শ্রেণির ছাত্রী কৃত্তিকা পালের দেহ। পাশে ছিল এক্তা চিঠি। আর এই চিঠির কয়েকটা লাইন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। পুলিশের প্রথম সন্দেহ হয় এই চিঠি টি কৃত্তিকার নিজের লেখা নাকি, অন্য কারোর? ওই চিঠিতে লেখা আছে তার মৃত্যুর জন্য অন্য কেও দায়ী নয়। আবার সেটিতে লেখা তাঁর এমন পরিণতি হলে অন্য কেউ একজন কষ্ট পাবেন, নিজেকে অভিশাপ্ত মনে করবে সে।
কিন্তু ইও অন্য বেক্তি টি কে? তা খুঁজে বের করারা চেষ্টা করছে পুলিশ। লেখা রয়েছে ৩ মাস ঘুমোয়নি সে! কিন্তু কেন? আবার এই চিঠির আরও একটি লাইন নিয়ে ভাবছেন পুলিশ অফিসারদের। লাইন টি হল “ওরা চলে এসেছে আমাকে ওদের সঙ্গে যেতে হবে”। ওরা বলতে কারা? তাই এই মৃত্যুকে ঘিরে যেমন একদিকে রয়েছে অবসাদের ঘটনা তেমনি অন্য দিকে রয়েছে প্রেম সম্পর্কীয় তৃতীয় কোনও অস্তিত্বের তত্ত্বও? জল্পনা বাড়ছে। যদিও গোটা সূত্রের সমাধান একমাত্র পুলিশের পোস্টমর্টেম রিপোর্টেই উঠে আসবে।

No comments