বিরাট জয় ভারতের, বোলারদের দাপটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে কার্যত সেমিফাইনালে ভারত,
নজরবন্দি ব্যুরোঃ অপরাজিত টিম ইন্ডিয়া। বিশ্বকাপে বিরাট ব্রিগেডের জয়ের ধারা অব্যাহত। ম্যাঞ্চেস্টারে মহারণে ক্যারিবিয়ানদের ১২৫ রানে হারিয়ে বিশ্বকাপের শেষ চার নিশ্চিত করে ফেলল কোহলি অ্যান্ড কোম্পানি। বিরাট, ধোনির হাফ সেঞ্চুরি আর বল হাতে শামি-বুমরাহদের আগুনে পেসের সামনে কার্যত দিশেহারা দেখাল ওয়েস্ট ইন্ডিজকে। ম্যাঞ্চেস্টারে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
শুরুটা এদিনও বেশ ধীরেসুস্থে করেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। রোহিত বিতর্কিত সিদ্ধান্তে আউট হবার পর ক্রিজে আসেন বিরাট কোহলি। বিরাট এবং রাহুল দু'জনে জুটি বেঁধে দলের স্কোর একশোর কাছাকাছি পৌঁছে দেন। বিরাট ৭২ রানের বুদ্ধিদীপ্ত ইনিংস খেলেন। এর মধ্যে অনবদ্য বিশ্বরেকর্ডও গড়ে ফেলেন তিনি। বিশ্বের দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের গণ্ডি পেরলেন কোহলি।বিরাট আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন ধোনি এবং হার্দিক পাণ্ডিয়া। ধোনি ধীরস্থির মস্তিষ্কে ৫৬ রানের ইনিংস খেলেন।
হার্দিক ৩৮ বলে করেন ৪৬ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৬৮ রানে শেষ হয় ভারতের ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দিশা হারিয়ে ফেলে ক্যারিবিয়ানরা। ভারতীয় বোলারদের দাপটের সামনে কার্যত তাসের ঘরের মতোই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। স্বামী আবার নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেলেন বুমরাহ এবং চাহাল। ভারত জেতে ১২৫ রানে। জয়ের ফলে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এল টিম ইন্ডিয়া।

No comments