Header Ads

ডিএ মামলার শুনানি শেষ, জয়ের ব্যাপারে নিশ্চিত প্রবীণ আইনজীবী আমজাদ আলি

নজরবন্দি ব্যুরো: আজ, মঙ্গলবার ছিল ডিএ মামলার শেষ শুনানি। আর এবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলার চূড়ান্ত রায় দিতে চলেছে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল বা স্যাট।
আগস্ট মাসের ৮ তারিখ এই মামলার রায় ঘোষণার দিন স্থির হয়েছে।

আজ মামলার শেষ শুনানি পর্বে বিচারক রঞ্জিতকুমার বাগ ও বিচারক সুবেশ দাসের বেঞ্চ জানতে চেয়েছে, কেন্দ্রীয় হারে ভাতা দেওয়ার জন্য, রাজ্য সরকার বলছে তাদের এখন আর্থিক সামর্থ্য নেই। তাহলে এই নিয়ে আপনাদের কি মন্তব্য? মামলাকারীদের তরফে আইনজীবী আমজাদ আলি বলেন, "কেন্দ্রীয় সরকারের হারে ভাতা দেওয়ার জন্য রাজ্য সরকার এটাকে স্বীকার করার পর দেশে যে আইন তৈরি করেছে, তার দ্বারায় সাংবিধানিক বাধ্যতামূলক দায়িত্ব তারা গ্রহণ করেছে।
সুতরাং, তাদের আর্থিক সচ্ছলতার উপর ভাতা দেওয়া নির্ভর করে না। এর পরে তিনি বলেন, যদি আর্থিক সচ্ছলতার ভিত্তিতে ডিএ দিতে পারব, কি পারব না, এই বিচারে যায়, তাহলে আর্থিক সচ্ছলতার ভিত্তিতে সামগ্রিক ভাবে সরকারি কর্মচারীদের বেতন একটা মাসে দেওয়া যাবে না, বা এক বছর দেওয়া যাবে না, এটাকে বিচার করা যায় না। কেননা, এটা সাংবিধানিক দায়িত্ব। সাংবিধানিক দায়িত্ব পূরণ একটা সরকার কি পদ্ধতিতে করবে, সেটাকে বিচার করতে হবে। তার পথ খুঁজে বের করতে হবে সেই সরকারকে। সেই পথ আদালত ঠিক করে দেবে না। এটা রাজ্য সরকারকে করতে হবে। রাজ্য সরকারের ঋণ হিসাবে কর্মীদের ডিএ দিতে বাধ্য।" এই মামলার আজকের শেষ শুনানির পরে আদালত দ্রুত কর্মচারীদের পক্ষে রায় দিতে পারে বলে মনে করছেন প্রবীণ আইনজীবী আমজাদ আলি।

এবার স্যাটের তরফে রাজ্যকে ডিএ দেওয়ার নির্দেশ দেওয়া হলে রাজ্য কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.