Header Ads

বিজেপির গোষ্ঠী-কোন্দলে চলল গুলি, এলাকায় উত্তেজনা

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে এই রাজ্যে বড় সাফল্য পেয়েছে বিজেপি। ১৮ টি লোকসভা আসন জিতে চমকে দিয়েছে গেরুয়া শিবির।
তার পরেও বিজেপির মধ্যে গোষ্ঠী কোন্দল বার বার প্রকাশ্যে চলে আসছে।

ফের বিজেপির গোষ্ঠী কোন্দলে উত্তেজনা ছড়াল বর্ধমানে। সদ্য দলে যোগ দিয়েছে খোকন সেনের নামে অভিযোগ আনল বিজেপির জেলা যুবমোর্চার সভাপতি শ্যামল রায়। অভিযোগ সোমবার বর্ধমানের দলীয় কার্যালয়ে তাঁকে আক্রমণ করে খোকন সেন। কার্যালয়ের ভিতরেই পরপর চার রাউন্ডগুলি চালানোরও অভিযোগ ওঠে খোকনের বিরুদ্ধে।

এলোপাথাড়ি গুলি চালানোর পরে দলবল নিয়ে শ্যামল রায়ের বাড়িতে ভাঙচুর চালাবার অভিযোগ ওঠে।
অন্যদিকে খোকন সেন পাল্টা অভিযোগ আনে শ্যামল রায়ের বিরুদ্ধেও। তিনি জানান শ্যামলবাবু দলবল নিয়ে মারধর করে খোকনকে। শ্যুটআউটেরও মতন গুরুতর অভিযোগ আনা হয়। ঘটনাকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিজেপির জেলা কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিজেপির এই গোষ্ঠী-কোন্দলের খবর প্রকাশ্যে চলে আশায় অস্বস্তিতে বিজেপি নেতৃত্ব। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.