Header Ads

আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন তৃণমূলের ডাকসাইটের নেতা বিপ্লব মিত্র?

পল মৈত্র,দক্ষিন দিনাজপুরঃ দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদ নির্বাচন ছাড়াই এবার বিজেপির দখলে যাচ্ছে । জেলা থেকে তেমনই খবর মিলেছে । কারণ জেলা তৃণমূলের হেভিওয়েট নেতা বিপ্লব মিত্র আগামীকাল গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন বলে জোর জল্পনা চলেছে । আর তাঁর সঙ্গেই বিজেপিতে যোগ দিতে পারেন দক্ষিণ দিনাজপুরের জেলা পরিষদের ১৪ জন তৃণমূল সদস্য। বিজেপিতে যোগ দিতে পারেন বিপ্লব মিত্রের ভাই গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রও। জানা গেছে বিপ্লব মিত্র ইতিমধ্যেই জেলায় নিজের অনুগত জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন।
শনিবার তিনি শিলিগুড়ির বাগডোগরা বিমান বন্দর থেকে দিল্লীর উদ্যেশ্যে যাত্রা করেছেন বলে সুত্রের খবর । আগামীকাল অর্থাৎ সোমবার দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। লোকসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ পরাজিত হন বিজেপির সুকান্ত মজুমদারের কাছে। এরপরেই বিপ্লব মিত্রের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে তৃণমূলের একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লব মিত্রকে সরিয়ে জেলার সভাপতি করেন অর্পিতা ঘোষকে। বিপ্লব মিত্রের বিজেপিতে যোগ দিলে তাঁর সঙ্গে যেতে পারেন জেলাপরিষদের ১৪ জন তৃণমূল সদস্য।
 দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে ১৮ টি আসন রয়েছে। সবকটিই তৃণমূলের দখলে। যদি তৃণমূলের ১৪ জন সদস্য বিজেপিতে যোগ দেন, তাহলে রাজ্যের ইতিহাসে বিজেপি প্রথম নির্বাচন না করেই জেলা পরিষদ দখল করবে। এর আগে অবশ্য তৃণমূল কংগ্রেস নির্বাচন না করে সদস্য ভাঙিয়ে মালদা ও মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করলেও কিন্ত কোনোভাবেই কাজ করতে পারেনি । কারণ এলাকার সিংহভাগ বিধায়ক ও সাংসদ কংগ্রেস ও বামেদের ছিল বলে । দক্ষিণ দিনাজপুরে আর সেই সমস্যা থাকবে না । জেলা পরিষদের সঙ্গে গঙ্গারামপুর এবং বুনিয়াদপুর পুরসভাও তৃণমূলের হাতছাড়া হতে পারে। এখন শুধু অপেক্ষায় দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি, বিপ্লব মিত্রের দলবদলে কার্যত খুশি ও উৎসাহিত বিজেপির কর্মী ও সমর্থকেরা।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.