লড়াইয়ের পুরস্কার, লোকসভায় কংগ্রেসের নেতা মনোনীত হলেন অধীররঞ্জন চৌধুরী
নজরবন্দি ব্যুরো: লোকসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা মনোনীত হলেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। মঙ্গলবার দুপুরে দলের তরফে একথা ঘোষণা করা হয়েছে।
বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার সমাপ্তি হল আজ।
লোকসভায় কংগ্রেস নেতা কে হতে পারেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তালিকায় তিনটি নাম আলোচনায় উঠে আসে। তাঁদের মধ্যে সবার আগে ছিলেন অধীর চৌধুরী। এছাড়াও শশী থারুর এবং মণীশ তিওয়ারির নামও নিয়েও আলোচনা হয়।
তৃণমূল নেত্রী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছেন মুর্শিদাবাদে অধীর গড়ে ভাঙন ধরাতে।
ভাঙন ধরাতে সফল হলেও অধীর চৌধুরীকে হারাতে পারেনি তৃণমূল। রাজ্যে গেরুয়া ঝড়ের মধ্যেও নিজের কেন্দ্র বহরমপুর থেকে প্রায় ৮০ হাজার ভোটে জয়ী হয়েছেন তিনি। এবার হয়ত সেই লড়াইয়েরই পুরস্কার পেলেন অধীর বাবু।
প্রসঙ্গত, গতবার লোকসভাতে কংগ্রেস নেতা ছিলেন মল্লিকার্জুন খার্গে। কিন্তু তিনি এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। গতবারের মতো এবারেও নির্দিষ্ট আসন সংখ্যা থেকে দূরে থাকায় কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না।
বেশ কয়েকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার সমাপ্তি হল আজ।
লোকসভায় কংগ্রেস নেতা কে হতে পারেন, তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তালিকায় তিনটি নাম আলোচনায় উঠে আসে। তাঁদের মধ্যে সবার আগে ছিলেন অধীর চৌধুরী। এছাড়াও শশী থারুর এবং মণীশ তিওয়ারির নামও নিয়েও আলোচনা হয়।
তৃণমূল নেত্রী দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়েছেন মুর্শিদাবাদে অধীর গড়ে ভাঙন ধরাতে।
প্রসঙ্গত, গতবার লোকসভাতে কংগ্রেস নেতা ছিলেন মল্লিকার্জুন খার্গে। কিন্তু তিনি এবারের নির্বাচনে পরাজিত হয়েছেন। গতবারের মতো এবারেও নির্দিষ্ট আসন সংখ্যা থেকে দূরে থাকায় কংগ্রেস বিরোধী দলের মর্যাদা পাচ্ছে না।
কোন মন্তব্য নেই