ফের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী।
নজরবন্দি ব্যুরোঃ ফের একবার কংগ্রেসের সংসদীয় দলনেতা নির্বাচিত হলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার সংসদের সেন্ট্রাল হলে কংগ্রেসের ৫২ জন সাংসদ নিয়ে বৈঠক শুরু হয়। সেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, সোনিয়ার নামই ওই পদের জন্য প্রস্তাব করেন।
কয়েক মিনিটের মধ্যেই সর্বসম্মতিতে মনমোহন সিংয়ের প্রস্তাবকেই মান্যতা দেন উপস্থিত সাংসদরা। এর আগে ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিরোধী দলনেত্রীর পদ সামলেছিলেন সনিয়া গান্ধী।সুত্রের খবর রাহুল গান্ধী যদি কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার মনস্থির করে ফেলেন, তা হলে তাঁকে দলের সংসদীয় দলনেতা পদের জন্য প্রস্তাব দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত প্রস্তাব করা হয় সোনিয়ার নামই।

No comments