গ্যালারিতেই প্রেম নিবেদন যুবকের, যেন সিনেমা। দেখুন ভিডিও।
নজরবন্দি ব্যুরোঃ গোটা বিশ্ব যখন দেখছে ঠিক তখন কোনো প্রেমীক তার প্রেমিকাকে এনগেজমেন্ট রিং পরিয়ে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এরকম ঘটনা সিনেমা বা গল্পে ছাড়া খুব একটা দেখা যায় না।কিন্তু এইরকমই ঘটনা ঘটে গেল বিশ্বকাপে ভারত পাক ম্যাচের দিন ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি ভর্তি দর্শকদের সামনে।ভাবুন তো যদি গোটা পৃথিবীর সামনে টেলিভিশনের পর্দায় আপনি আপনার প্রেমিকাকে প্রপোস করতে পারতেন গোটা দুনিয়ার নজর যখন আপনার দিকে।মন্দ হতো কি?আর আপনার প্রেমিকা কি আপনাকে ফিরিয়ে দিতে পারতো সেই সময়।হয়তো না।
ঠিক এই ভাবনাকে কাজে লাগিয়েই এক প্রেমীক স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনের আংটি পরিয়ে প্রেম নিবেদন করলেন।প্রেমিকা তো হতভম্ব।কি করবেন ভেবে উঠতে পারছেন না প্রেমিকা।এইরকম এক রোমানটিক মুহূর্ত যা সাধারণত সিনেমায় দেখা যায় বাস্তবের মাটিতে সেটাকেই ফ্রেম বন্দি করলেন কোন এক বন্ধু।যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো মুহূর্তে।আপনি যদি এই রোমান্টিক মুহূর্ত দেখে না থাকেন নীচের লিংক এ ক্লিক করে দেখে নিন সেই ভিডিও।এই ভিডিও দেখার পর হতেও তো পারে আপনার নিজের জীবনে এইরকম কোনো সুন্দর মুহূর্ত ঘটিয়ে ফেলার সুযোগ।
https://twitter.com/BebuJ/status/1142012089109811200
https://twitter.com/BebuJ/status/1142012089109811200

No comments