চলতি বছরেই শেষ হবে তৃণমূল সরকার! বিস্ফোরক অর্জুন সিং
নজরবন্দি ব্যুরো: মোদী ঝড়ে তছনছ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্রাজ্য। এর পাশাপাশি আশংকা আরও বাড়ল বারাকপুরের সাংসদ অর্জুন সিং।
প্রেসটিজ ফাইটে জয় পেয়েছেন বিজেপির অর্জুন সিং।
শুক্রবার ঘুরে গিয়েছেন দলের রাজ্য দফতরেও। আজ যাবেন দিল্লি। তার আগে অর্জুনের হুঙ্কার, ‘‘অপেক্ষা ২০২১ পর্যন্ত নয়। চলতি বছরের শেষের দিকেই ভেঙে পড়বে এই সরকার।’’ এর পরে তিনি আরও বলেন, ‘‘৬০ জন বিধায়ক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানে জন্য যোগাযোগ করেছেন।’’
যদিও এর আগে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে ছিলেন‘‘২৩ মে থেকেই শুরু হবে দিদির শেষের শুরু।’’
৪০ তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। তখন অবশ্য সেই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মুকুল রায় বলেছিলেন, ‘‘রাজ্যে বিজেপি ভালো করবে। ২০১৯ এর ডিসেম্বরের মধ্যেই পতন হবে তৃণমূল সরকারের।’’ মুকুলের সেই বক্তব্যের ছবি অর্জুনের গলায়।
প্রেসটিজ ফাইটে জয় পেয়েছেন বিজেপির অর্জুন সিং।
যদিও এর আগে এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে ছিলেন‘‘২৩ মে থেকেই শুরু হবে দিদির শেষের শুরু।’’
৪০ তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন বিজেপির সঙ্গে। তখন অবশ্য সেই দাবিকে উড়িয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। মুকুল রায় বলেছিলেন, ‘‘রাজ্যে বিজেপি ভালো করবে। ২০১৯ এর ডিসেম্বরের মধ্যেই পতন হবে তৃণমূল সরকারের।’’ মুকুলের সেই বক্তব্যের ছবি অর্জুনের গলায়।

No comments