বিজেপি কর্মী খুনের প্রতিবাদে তুলকালাম চাকদহে। রেল অবরোধ বিজেপির।
নজরবন্দি ব্যুরোঃ চাকদহে বিজেপি কর্মী খুনের প্রতিবাদে তুলকালাম রানাঘাট-শিয়ালদহ শাখার চাকদহ , শিমুরালি সহ তিন স্টেশন। বহুক্ষণ আটকে পড়েন নিত্যযাত্রীরা। পাশাপাশি চাকদহে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সমর্থকরা। শুক্রবার চাকদহে গুলিতে খুন হন সন্তু ঘোষ নামে এক যুবক। বিজেপি সমর্থকদের অভিযোগ, বিজেপির হয়ে কাজ করার জন্যই খুন করা হয়েছে সন্তুকে। দলীয় কর্মীকে খুন করেছে রাজ্যের শাসক দল তৃণমূলের আশ্রিত দুষ্কৃতী বাহিনী।
অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতার করতে হবে। তবে, তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।বিজেপির দাবি, লোকসভায় নদিয়া জেলায় ভালো ফল ফল করেছে দল। কৃষ্ণনগর দখলে না এলেও বেড়েছে ভোট। জয় এসেছে রানাঘাটে। মাটি আলগা হচ্ছে তৃণমূলের। তাই হিংসা থেকেই এই খুনের রাজনীতি আমদানি করছে তারা। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে বিজেপি।

No comments