Header Ads

এবার পাহাড়ে আরও চাপে তৃণমূল, হাতছাড়া হতে পারে দার্জিলিং পুরসভা

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খাবার পরে তৃণমূল ফের  ধাক্কা খেতে চলেছে পাহাড়ে। দার্জিলিং পুরসভায় বিনয়-পন্থীদের বিরুদ্ধে অনাস্থা আনলেন ১৮ জন পুর-প্রতিনিধি।
এর ফলে ৩২ আসনের দার্জিলিং পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়লেন বিনয় তামাং পন্থীরা। নোমান রাইয়ের নেতৃত্বে এদিন চেয়ারম্যানের কাছে অনাস্থা পেশ করেন বলে জানা গিয়েছে।
এবারের লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে জয়লাভ করে বিমল গুরুং পন্থীরা। ৩ লক্ষের বেশি ভোটে জিতেছেন বিমল-গোষ্ঠীর প্রার্থী রাজু বিস্তা। আর এর পর থেকে পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করেছে।
পরিস্থিতির চাপে পড়ে নরমপন্থী বিনয় তামাংয়ের গলায় এখন শোনা যাচ্ছে গোর্খা-ল্যান্ডের দাবি।

অপর দিকে লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের পরেই জিটিএ ভেঙে দিয়ে পাহাড়ে নির্বাচনের দাবিতে সরব হয়েছে গুরুং বাহিনী। তাদের দাবি, অসাংবিধানিক পদ্ধতিতে চলছে জিটিএ। বিশেষ পরিস্থিতি ছাড়া জিটিএ-তে মনোনীত সদস্য নিয়োগ করা যায় না। কিন্তু গত কয়েক বছর ধরে নিয়ম না মেনে জিটিএ চালাচ্ছে রাজ্য সরকার।


No comments

Theme images by lishenjun. Powered by Blogger.