Header Ads

হবু শিক্ষকদের খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী!

নজরবন্দি ব্যুরো: নির্বাচনে ধাক্কা খেয়ে শিক্ষক নিয়োগ নিয়ে বেশ উদ্যোগী রাজ্য সরকার। আর তাই এবার শিক্ষক নিয়োগের জট কাটাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
গরমের ছুটির পর শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলা সমাধান করা হবে বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী। একই সঙ্গে চাকরির দাবিতে অনশনে বসা চাকরি-প্রার্থীদের জন্য খুব দ্রুত বড়সড় ঘোষণার ইঙ্গিত দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

এদিন শিক্ষামন্ত্রী জানান, চাকরির দাবিতে অনশনে বসা চাকরি-প্রার্থীদের খুব তাড়াতাড়ি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে। তাঁদের মধ্যে যারা যোগ্য, তাঁরা অবশ্যই চাকরি পাবেন বলেও জানান তিনি। যদিও এর আগে চাকরি-প্রার্থীদের একমাসের অনশন আন্দোলন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, " এই সমস্যা মেটানোর জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গড়ে দিয়েছি আমরা।
সেই কমিটিতে আছেন শিক্ষাসচিব মণীশ জৈন, কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার। অনশন-কারীদের অভিযোগ লিখিত ভাবে জমা দিতে বলা হয়েছে। নবগঠিত কমিটি সেই সব অভিযোগ পরীক্ষা করবে। অভিযোগ সত্য হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ১৫ দিনের মধ্যে।" 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.