Header Ads

ত্রিপুরায় পরিবর্তনের কাণ্ডারি এবার কি কংগ্রেসে?

নজরবন্দি ব্যুরো: লোকসভা ভোট মিটতেই ত্রিপুরায় বড় রকমের ভাঙন আসতে চলেছে বিজেপি সরকারে। যে কোনও মুহূর্তে দল ছাড়তে পারেন পরিবর্তনের অন্যতম নায়ক সুদীপ রায়বর্মণ।

ইতিমধ্যেই তাঁকে মন্ত্রী সভা থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সুদীপ রায় বর্মণের হাতে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণের মতো গুরুত্বপূর্ণ এবং ভারি মন্ত্রক দেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি শিল্প ও বাণিজ্য, পূর্ত, বিজ্ঞান এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রকের দায়িত্বে ছিলেন। মন্ত্রীসভার এই ধরণের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
সুদীপ রায়বর্মণের অধীনে থাকা পূর্ত, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রক দেখবেন মুখ্যমন্ত্রী বিপ্লব। বাকি দুই মন্ত্রক দেখবেন উপ-মুখ্যমন্ত্রী। বেশ কিছুদিন ধরে দলের মধ্যেই ক্রমশ কোণঠাসা হয়ে পড়েছিলেন সুদীপ রায়বর্মণ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগেই জানিয়েছিলেন বিভীষণদের খুঁজে বের করা হবে।

রাজনৈতিক মহলের একটা বড় অংশ মনে করছে, কংগ্রেসেই ফিরতে চলেছেন সুদীপ-বাবু। পোড়খাওয়া এই নেতা এর আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন। রাজ্যে প্রধান বিরোধী হয়েছিল তৃণমূল কংগ্রেস। পরে বিজেপিতে যান। আর তার পরেই ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসে।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.