রাজনীতিতে এবার সনু? কি বললেন গায়ক?
নজরবন্দি ব্যুরোঃ সনু নিগম বলিউডের এই গায়ক নানা সময় নানা বিতর্কে জরিয়ে পরেছেন এর আগে। তবুও তিনি দেশের বিভিন্ন বিষয় নিয়ে মুখ খুলেছেন নানা সময়। এহেন সনু কি এবার রাজনীতিতে যোগ দিতে চলেছেন? বলি সূত্রের খবর, বিভিন্ন রাজনৈতিক দল থেকে সোনুকে নাকি যোগদানের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল।
এ প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ইমেল মারফত্ সোনু বলেছেন, ‘এই মুহূর্তে আমি রাজনীতির জন্য তৈরি নই। হ্যাঁ, অফার পেয়েছি। কিন্তু খুব বিনয়ের সঙ্গেই সেগুলো ফিরিয়ে দিয়েছি।’ বিজেপির বিপুল জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন সোনু।তাই অনেকের ধারনা সম্ভবত গেরুয়া দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সোনুকে। যদিও প্রকাশ্যে কোনও দলের নাম বলেননি তিনি।
এ প্রসঙ্গে সংবাদ সংস্থাকে ইমেল মারফত্ সোনু বলেছেন, ‘এই মুহূর্তে আমি রাজনীতির জন্য তৈরি নই। হ্যাঁ, অফার পেয়েছি। কিন্তু খুব বিনয়ের সঙ্গেই সেগুলো ফিরিয়ে দিয়েছি।’ বিজেপির বিপুল জয়ের পর নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন সোনু।তাই অনেকের ধারনা সম্ভবত গেরুয়া দল থেকেই প্রস্তাব দেওয়া হয়েছিল সোনুকে। যদিও প্রকাশ্যে কোনও দলের নাম বলেননি তিনি।

No comments