ভোট পরবর্তী হিংসার শিকার এবার চাকদার বিজেপি কর্মী।
নজরবন্দি ব্যুরোঃ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে গন্ডগোল। কেশপুর, কাঁকিনাড়া, সিতাইয়ের পর এবার চাকদহ। শুক্রবার রাতে চাকদহে গুলিতে খুন হলেন এক বিজেপি কর্মী।এদিন রাতে ঘটনাটি ঘটে চাকদহের গৌড়পাড়া তপবন স্কুলের কাছে।
এলাকাবাসীদের অভিযোগ, রাতে বন্ধুদের সঙ্গে মাঠে গল্প করতে যাচ্ছিল বছর বাইশের সন্তু ঘোষ। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি লাগে গলায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার তদন্ত নেমেছে পুলিস। সন্তুর খুনির গ্রেফতারের দাবিতে চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ।
এলাকাবাসীদের অভিযোগ, রাতে বন্ধুদের সঙ্গে মাঠে গল্প করতে যাচ্ছিল বছর বাইশের সন্তু ঘোষ। তখনই তাকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতী। গুলি লাগে গলায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘটনার তদন্ত নেমেছে পুলিস। সন্তুর খুনির গ্রেফতারের দাবিতে চাকদহ থানার সামনে বিক্ষোভ দেখান বহু মানুষ।

No comments