Header Ads

সচিনের ক্ষেত্রে স্বার্থের সংঘাত সংক্রান্ত সব অভিযোগ ভিত্তিহীন। জানালো বোর্ড।

নজরবন্দি ব্যুরোঃ সচিনের বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাত সংক্রান্ত সব অভিযোগ খারিজ করে দিলেন বোর্ডের ওম্বুডসম্যান ডিকে জৈন। বোর্ডের এথিক্স অফিসার জানিয়ে দেন, সচিনের বিরুদ্ধে ওঠা 'স্বার্থের সংঘাত' অভিযোগ ভিত্তিহীন।২০১৫ সালে বোর্ডের অ্যাডভাইসরি কমিটির সদস্য হিসেবে সচিনকে নিয়োগ করা হয়। কিন্তু ২০১৩ সাল থেকে আইপিএলে মুম্বই ফ্র্যাঞ্চাইজির মেন্টর হিসেবে রয়েছেন সচিন তেন্ডুলকর।
 এরপরই বোর্ডের ওম্বুডসম্যান ডিকে জৈন নোটিস পাঠান সচিনকে। এমনকী ১৪টি পয়েন্টে সচিন সেই নোটিসের উত্তরও দেন। এরপর সচিন এই গোটা ঘটনার জন্যই বোর্ডকে কাঠগড়ায় তোলেন।সচিন এও জানান যে মুম্বই ফ্র্যাঞ্চাইজির থেকে এক পয়সাও নেন না তিনি। নোটিসের জবাব দেওয়ার পরেও নিয়ম মেনে সচিন ডিকে জৈনের সঙ্গে দেখা করেন। সঙ্গে নিয়ে যান তাঁর আইনজীবীকেও। তারপরেই সোমবার এক বিবৃতি দিয়ে জৈন জানিয়ে দেন যে, সচিনের বিরুদ্ধে ওঠা 'স্বার্থের সংঘাত' অভিযোগ ভিত্তিহীন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.