Header Ads

বিজেপির বেশি ভোট পাওয়া এলাকায় অত্যাচার চালাবে তৃণমূল: রূপা গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনে বড় রকমের ধাক্কা খেয়েছে বিজেপি। মাত্র ২২ আসন পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে রাজ্যের শাসক দলকে।
ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে বাংলায় ১৮টি লোকসভা আসন পেয়েছে বিজেপি।
সমানে-সমানে টক্কর দিয়েছে গেরুয়া শিবির। সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে স্বভাবতই চাপে ফেলে দিয়েছে বিজেপি।

এই অবস্থায় বাংলায় আগামি দিনে ভোট পরবর্তী হিংসা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপির হেভি-ওয়েট নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বাংলার সমস্ত জয়ী সাংসদরা তো বটেই, সমস্ত নেতৃত্ব এই মুহূর্তে দিল্লিতে বৈঠকে যোগ দিয়েছেন।
সেখানে মোদী-শাহের উপস্থিতিতে বৈঠক হয় শনিবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। বৈঠকে যোগ দেওয়ার আগে রূপা জানিয়েছেন, ‘পশ্চিমবঙ্গের যে যে জায়গায় বিজেপি বেশি ভোট পেয়েছে, সেখানকার মানুষের উপর রাজ্যের শাসক দলের কর্মীরা অত্যাচার চালাতে পারে। সেই কারণে বাংলার মানুষকে রক্ষা করাও এখন বিজেপির দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এর পরে তিনি আরও বলেন, ‘বাংলায় আমাদের জয়ে আমি বেশ খুশি। তবে এখন আমাদের সবথেকে বড় দায়িত্ব হল সেরাজ্যের মানুষকে রক্ষা করা। পশ্চিমবঙ্গের রাজনীতি অত্যন্ত নোংরা।’

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.