Header Ads

কেন্দ্রের কাছে রাজীব কুমারকে রিলিজ করার জন্য চিঠি লিখল রাজ্য প্রশাসন!

নজরবন্দি ব্যুরো: এবার রাজীব কুমারের রিলিজ চাইল রাজ্য সরকার। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রিলিজ অর্ডার দেওয়া হোক, এমনটাই চায় নবান্ন। আর তাই সেই কারণেই কেন্দ্রীয় সরকারকে চিঠি লেখা হল নবান্নের তরফে। নবান্ন সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে। গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রাজীব কুমারকে কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সরিয়ে দেয় রাজ্য প্রশাসন।
তাঁকে এডিজি সিআইডি পদে নিয়োগ করা হয়। কিন্তু গত ১৯ মে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণের আগে রাজীব কুমারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। রাজীব কুমারকে পাঠিয়ে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রকে। সেখানেই দায়িত্বে রয়েছেন রাজীব কুমার। তবে রবিবার নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পর রাজ্য সরকার রাজীব কুমারকে সিআইডির আগের পদে ফিরিয়ে আনে।

কিন্তু রাজীব কুমার এখনও সেই পদে যোগ দেননি বলে জানা গিয়েছে।
তার কারণ, স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সরাসরি এভাবে কোনও অফিসারকে নিয়ে আসার এক্তিয়ার নেই রাজ্য সরকারের। এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রকের রিলিজ অর্ডার লাগবে। ওই রিলিজ অর্ডারের জন্যই কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছে রাজ্য প্রশাসন।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.