Header Ads

শপথের আগে 'ওয়ার মেমোরিয়াল' , 'অটল স্মৃতি' , ও রাজঘাটে শ্রদ্ধা মোদীর।

নজরবন্দি ব্যুরোঃ আজ ফের দিল্লির গদিতে বসতে চলেছে মোদী সরকার। এদিন সন্ধ্যেয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করবেন মোদী। তার আগে ,বৃহস্পতিবারের সকালে দিল্লিতে 'ওয়ার মেমোরিয়াল' , 'অটল স্মৃতি' , ও রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়ে দিন শুরু করেন দেশের ভাবি প্রধানমন্ত্রী মোদী। এর পর ইন্ডিয়া গেটের কাছে জাতীয় যুদ্ধ স্মরকে যান মোদী। সেখানে কর্তব্যরত অবস্থায় শহিদ সেনাকর্মীদের স্মৃতিতে শ্রদ্ধা জানান মোদী। মোদীর সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ, রবিশঙ্কর প্রসাদ, মেনেকা গান্ধী, স্মৃতি ইরানি, জেপি নড্ডা।
আজ সন্ধে ৭টায় রাষ্ট্রপতি ভবনে শপথ নেবেন নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে হাজির থাকবেন প্রায় ৬,৫০০ অতিথি। পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসায় নিহত বিজেপি কর্মীদের পরিজনদের আমন্ত্রণ জানানো হয়েছে মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। হাজির থাকবেন পুলওয়ামা শহিদদের পরিজনরাও। মোদীর শপথ গ্রহণে যাওয়ার কথা বলেও বুধবার পিছিয়ে আসেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ট্যুইটে তিনি জানান, পশ্চিমবঙ্গে রাজনৈতিক হত্যার খবর মিথ্যা। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানকে নিয়ে রাজনীতি করছে বিজেপি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.