বিজেপির উত্থানে অক্সিজেন বামেদের! তৃণমূলের হাতছাড়া একাধিক পার্টি অফিস।
নজরবন্দি ব্যুরো: বিজেপির উত্থানে অক্সিজেন বিরোধীদের!
একসময় রাজ্য চালাবার দায়িত্ব হাতে পেয়ে একের পর এক সিপিআই(এম) এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। এবার সেই পার্টি অফিস ছিনিয়ে নেবার কাজ শুরু হল রাজ্যে। দর্শকের ভূমিকায় এবার তৃণমূল।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ক্ষমতায় আসার পর সিপিআই(এম) এর পার্টি অফিস গায়ের জোরে দখল নিয়েছিল তৃণমূল।
সেই অফিস পুনরুদ্ধার করল সিপিআই(এম)। মাত্র ৭% ভোটের বলেই।
অন্যদিকে পূর্ব মেদিনিপুরের রামনগরে তৃণমূলের পার্টি অফিসে দখল নিল বিজেপি। অভিযোগ, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন।
একসময় রাজ্য চালাবার দায়িত্ব হাতে পেয়ে একের পর এক সিপিআই(এম) এর পার্টি অফিস দখল করেছিল তৃণমূল। এবার সেই পার্টি অফিস ছিনিয়ে নেবার কাজ শুরু হল রাজ্যে। দর্শকের ভূমিকায় এবার তৃণমূল।
জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ক্ষমতায় আসার পর সিপিআই(এম) এর পার্টি অফিস গায়ের জোরে দখল নিয়েছিল তৃণমূল।
অন্যদিকে পূর্ব মেদিনিপুরের রামনগরে তৃণমূলের পার্টি অফিসে দখল নিল বিজেপি। অভিযোগ, নীরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন।

No comments