Header Ads

হারের পর মেজাজ হারিয়ে নিজের দলের জেলা সভাপতিকে হুমকি মুনমুনের!

নজরবন্দি ব্যুরো: বেড টি পাননি...বলে ভোটের খবর রাখতে পারেন নি। এমন কথা বলে ভোট-গ্রহণের দিন বিতর্কে জড়িয়ে ছিলেন তিনি। আর এবার গণনার দিন যখন বাবুল ঝড়ে পরাজয় শুধু সময়ের অপেক্ষা মাত্র ,তখনও মেজাজ হারালেন মুনমুন সেন।
এবার সরাসরি পশ্চিম বর্ধমানের তৃণমূল জেলা সভাপতিকে হুমকি দিলেন মুনমুন সেন।
গতকাল ভোট গণনা শুরু হতেই বিজেপির বিজয় পতাকা উড়তে শুরু করে। মোদী ঝড়ে যখন আসানসোলের মাটি গেরুয়া আকার নিচ্ছে তখনই দলের জেলা সভাপতিকে নিশানা করলেন মুনমুন। গত কাল সকালে গণনা কেন্দ্রে যান মুনমুন।
তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল জেলা সভাপতি ভি শিবদাসন দাশু। হারের আভাস পেতেই মেজাজ হারান মুনমুন। চোখে মুখে বিরক্তি ধরা পড়ে নায়িকার। হঠাৎই তাঁর রক্ত চক্ষুর সামনে পড়ে যান দাশু। তাঁকে লক্ষ্য করে মুনমুন বলেন, "ওয়েট অ্যান্ড সি।" একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, "দেখো তোমার কি অবস্থা হয়।"

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.